ডোমেইন হোস্টিং কি এবং ডোমেইন হোস্টিং এর দাম – এখন তথ্য প্রযুক্তির যুগ, আমরা সবাই কোন না কোন ভাবে প্রযুক্তির সাথে যুক্ত। কিন্তু সমস্যা হলো, আমরা প্রতিদিন যে টেকনোলজি গুলো ব্যবহার করে থাকি, আমাদের সবার কিন্তু এই টেকনোলজি সম্পর্কে খুব বেশি ধারনা থাকে না।
আমরা কখনোই নিজেকে প্রশ্ন করি না যে, এই টেকনোলজি টা কেন দরকার, কি ভাবে এটা কাজ করে? এই বেসিক জিনিস গুলা সম্পর্কে বেশির ভাগ লোকেরই কোন ধারনা থাকে না।
সুতরাং, আমি আজকে আপনাদের সাথে, ডোমেইন হোস্টিং এর ভিবিন্ন বেসিক খুটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব।
একনজরে সম্পর্নো পোষ্ট
- ডোমেইন হোস্টিং কি?
- ডোমেইন হোস্টিং এর দাম কত?
- কোন হোস্টিং ভাল হবে ওয়েব সাইটের জন্য?
- ডোমেইন হোস্টিং কেনার আগে।
- বাংলাদেশের সেরা ডোমেইন হোস্টিং কোম্পানি।
- কোথায় থেকে কিনব।
আজকের আলোচনার বিষয়: ডোমেইন হোস্টিং কি এবং ডোমেইন হোস্টিং এর দাম
ডোমেইন এবং হোস্টিং কি?
ডোমেইন কি?
ওয়েবসাইট তৈরি করতে গেলে, আমরা প্রথম যে নাম টা শুনি, সেটি হলো ডোমেইন।ডোমেইন মানে হলো, আপনার ওয়েবসাইট এর যে ঠিকানা বা নাম টা থাকে।
যেমন google.com /www.facebook.com এছাড়াও রয়েছে .net/ .info এগুলোকে extension বলে। এগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে।
হোস্টিং কি?
হোস্টিং হচ্ছে আপনার তথ্য গুলো ইন্টারনেটের যে কোন একটি জায়গায় সংরক্ষিত রাখা। যেখানে আপনি আপনার প্রয়োজনীয় সকল তথ্য রাখতে পারবেন, এবং যে কোন জায়গা থেকে আপনি এগুলো ম্যানেজ করতে পারবেন।
সাধারণ আমরা, আমাদের ওয়েব সাইটের জন্য বিভিন্ন টেক্সট, অডিও, ভিডিও ফাইল, এগুলো আমাদের হোস্টিং এ সংরক্ষণ করি। হোস্টিং ছাড়া কখনো ওয়েবসাইট চালানো যায় না।
শেয়ার্ড হোস্টিং কি
শেয়ার্ড হোস্টিং হলো, একটি ওয়েব সার্ভার দিয়ে, অনেক গুলো ওয়েব সাইট চালানো। একটি উদাহরণ দিয়ে এটি খুব সইজেই বুঝানো যাবে। মনে করুন, আপনারা কয়েকজন বন্ধু মিলে একটি বাড়িতে ভাড়া থাকেন।
তার মানে আপনার বাড়ি ভাড় কিছু টা কমে গেল। কারণ আপনারা সবাই মিলে বাড়িটা শেয়ার করে থাকতেছেন। এইখানে, বাড়িটা হলো আপনার ওয়েব সার্ভার এবং এবং আপনারা যারা ভাড়া থাকছেন, তারা সবাই ওয়েব সাইট।
এছাড়াও রয়েছে, ভিবিন্ন রকমের হোস্টিং রয়েছে, ভার্চুয়াল প্রাইভেট হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং এবং ক্লাউড হোস্টিং।
আজকের আলোচনার বিষয়: ডোমেইন হোস্টিং কি এবং ডোমেইন হোস্টিং এর দাম
ডোমেইন হোস্টিং এর দাম কত?
ওয়েব হোস্টিং কোম্পানির সেবার মান এবং হোস্টিং এর সাইজ (MB/GB) এর উপর এর দাম নির্ভর করে।
তারপরেও, আপনাকে ভাল মানের ডোমেইন কিনতে হলে ১,০০০ টাকার মত খরচ করতে হবে। আর হোস্টিং এর খরচ, এটা সম্পূর্ণ আপনার ওপরে নির্ভর করবে।
কোন হোস্টিং ভাল হবে ওয়েব সাইটের জন্য?
সত্যি বলতে, ওয়েবসাইটের ধরনের ওপরই নির্ভর করে, আপনি কোন ধরনের হোস্টিং নিবেন। যারা নতুন এবং ব্লগার, তাদের জন্য শেয়ার্ড হোস্টিং টাই ভাল হবে।
তারপর যদি আপনার ব্লগে ট্রাফিক আসতে শুরু করে, এবং আপনি কিছু আয় করতে থাকেন, পরে।আপনি Cloud hosting নিয়ে নিবেন।
আর আপনার যদি অনেক বড় কোন কোম্পানি বা আপনার ব্লগ সাইটে অগনিত ভিজিটর আসতে থাকে, তাহলে আপনি ডেডিকেট সার্ভার নিতে পারেন
আজকের আলোচনার বিষয়: ডোমেইন হোস্টিং কি এবং ডোমেইন হোস্টিং এর দাম
ডোমেইন হোস্টিং কেনার আগে
কেনার জন্য আপনাকে কিছু বিষয় খুব ভাবে ভাবে জানতে হবে। জানতে হবে আপনার প্রাথমিক প্রোয়োজন গুলো কি কি?
- ডোমেইন এবং হোস্টিং এর সাথে কন্ট্রোল প্যানেল থাকে, আর আপনাকে নিশ্চিত হতে হবে, আপনার কাছেই যেনো এর সম্পূর্ণ কন্ট্রোল থাকে।
- আপনার প্রোভাইডার, কেমন কনফিগারেশন সার্ভার ব্যবহার করে, তা আপনাকে জানতে হবে।
- ম্যানিব্যাক গ্যারান্টি আছে কি না।
- SSL Certificate ওয়েব সাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই এই certificate আছে কি না তা জেনে নিবেন।
- ২৪ ঘন্টা সাপোর্ট দেয় নাকি? এবং সার্ভার আপটাইম কি রকম থাকে।
- এএফটিপি সুবিধা আছে কি না
কিছু সার্ভার প্রোভাইডার দাম অনেক কম রাখে এবং অনেক লোভনীয় অফার দেয়, যা দেখে আমরা অনেকেই প্রতারিত হয়।
তারা সাধারণ, একটি ওয়েব সার্ভার অনেক বেশি ওয়েবসাইট হোস্টিং করে, যার ফলে ওয়েব সাইটের স্পিড কমে যায়। তাই কিনার আগে বুঝে কিনুন। কিনার পরে প্রতারিত হবেন না।
আজকের আলোচনার বিষয়: ডোমেইন হোস্টিং কি এবং ডোমেইন হোস্টিং এর দাম
বাংলাদেশের সেরা ডোমেইন হোস্টিং কোম্পানি।
আমি এখানে কোন র্যাঙ্কিং করছি না। আমার জানা মতে ভাল কিছু কোম্পানির নাম বলছি শুধু। তারপরেও, আপনারা কেনার আগে একটু যাচাই বাচাই করে নিবেন।
এই সাইট গুলোতে প্রবেশ করলে, প্রত্যেকে ডোমেইন হোস্টিং কোম্পানির যাবতীয় তথ্য পাবেন।
Top hosting company in Bangladesh
বাংলাদেশের সেরা ডোমেইন হোস্টিং কোম্পানি
আজকের আলোচনার বিষয়: ডোমেইন হোস্টিং কি এবং ডোমেইন হোস্টিং এর দাম
ডোমেইন হোস্টিং কোথায় থেকে কিনব।
আপনি চাইলে বিদেশি যে কোন কোম্পানির কাছ থেকে অথবা, আমাদের দেশের ভাল যে কোন কোম্পানির কাছ থেকেই কিনতে পারেন।
তবে আপনার যদি নতুন, অথবা এসব নিয়ে আপনার তেমন কোনো ধারনা না থাকে, তাহলে আপনার জন্য দেশী হোস্টিং সাইট গুলোই ভাল হবে।
যদি আপনি, আমার কাছে জানতে চান, কোন সাইট টি ভাল হবে। তাহলে আমি বলব, www.exonhost.com এই সাইট টি হোস্টিং এর জন্য বেষ্ট।
আমি নিজে ওনাদের সার্ভিস ব্যবহার করি। তারা আপনাকে ২৪ ঘন্টা সার্ভিস দিবে, আপনার ওয়েবসাইট যাবতীয় সমস্যার জন্য।
কখনও আপনাকে তাদের সার্ভিস এর জন্য অপেক্ষা করতে হবে না। সাথে সাথে আপনার সমস্যার সমাধান করে দিবে। আর তাদের হোস্টিং দামও সাধ্যের মধ্য।
এক কথায় যদি বলতে হয় তাহলে বলব, তাদের সার্ভিস সত্যিই অসাধারণ।
আজকের আলোচনার বিষয়: ডোমেইন হোস্টিং কি এবং ডোমেইন হোস্টিং এর দাম
আপনি যদি সাশ্রয় মূল্যে ডোমেইন এবং হোস্টিং কিনতে চান, তাহলে সরাসরি এই লিঙ্কে থেকে কিনতে পারেন।
নতুন এবং ভিন্ন কিছু ব্যবসার আইডিয়া দেখতে এই লিঙ্কে ক্লিক করে ঘুরে আসুন।