বনে বাঘ, জঙ্গলে সাপ, পানিতে কুমির, এইসব তো পবাই জানি। কিন্তু নদী এবং সাগরে এমনও কিছু ভয়ংকর মাছ রয়েছে, যাদের সামনে এগুলোও হার মেনে যাবে।
প্রতি বছরই এরা কেড়ে নেয় হাজারো মানুষের প্রাণ। আমরা প্রতিদিনই একুরিয়ামে মাছ দেখে এদের সৌন্দর্য উপভোগ করি। কিন্তু আমাদের আশে পাশে এমনো, কিছু ভয়ংকর মাছ রয়েছে, যারা তাদের শত্রুকে চোখের পলকেই মৃত্যুর স্বাদ এনে দিতে পারে।
যারা হয়তবা বিশাল আকৃতির নয় ,কিন্তু এদের দেহের সাথেই জরিয়ে আছে ভয়ংকর শব্দটি। আজকে আমরা এমনই ৫ টি ভয়ঙ্কর মাছ সম্পর্কে বলবো।
- The box jelly fish
- Electric eal
- Water tiger fish
- Great white shark
- The flaying fish
The box jelly fish
আমাদের এই লিষ্টের প্রথমেই যে ভয়ংকর মাছটি রয়েছে,তার নাম হল বক্স জেলি ফিশ। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীর মকুট টি পরে বসে আছে অদ্ভুত এই সুন্দর প্রাণী টি।
দেখতে অপরুপ সুন্দর হলেও, এর সাক্ষাতে হতে পারে আপনার মৃত্যু। পৃথিবীর সবচেয়ে শক্তি শালী বিষ শরীরে নিয়ে এরা বসবাস করে ।
সাধারণত একটি জেলি ফিশ লম্বায় ৩ মিটার অব্দি হয়ে থাকে। পেটে অনেক চোখ থাকে, যার ফলে এদের কে অনেক ভয়ানক লাগে।
এরা গবীর সমুদ্রে থাকলেও মাঝে মাঝে ,খাবারের সন্ধানে বীচের কাছাকাছি চলে আসে। আর তখনি মানুষ এদের দ্বারা আক্রমণের শিকার হয়।
এদের বিষ ক্রিয়ার পরিমান এত বেশি যে, একজন পূর্ণ বয়স্ক মানুষ, এক মিনিটেই কোমায় চলে যেতে পারে।
আজকের আলোচনার বিযয়: পৃথিবীর ভয়ংকর মাছ এর তালিকা
Electric Eel fish

Catfish প্রকৃতির এই মাছটি , অনান্য মাছ থেকে একটু বেশিই ভয়ংকর । এদের বিশেষ বৈশিষ্ট্য হলো, এরা শরীর থেকে বিদুৎ উৎপন্ন করতে পারে। যা ৫০০ – ৮০০ ভোল্ট অব্দি হয়ে থাাকে।
তবে এরা এদের বিদুৎ শুধু শিকার করত ব্যবহার করে। এদের দৃষ্টি শক্তি অত্যন্ত কম, যদিও জন্মের সময় এদের চোখের দৃষ্টি ঠিকই থাকে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে তা কমতে থাকে। পরবর্তীতে এরা দৃষ্টি শক্তির ঘাটতি পূরন করে, বৈদ্যুতিক শক্তির সাহায্য।
[ আপনি যদি হলিউডের মুভি লাভার হয়ে থাকেন, তাহলে আমাদের এই রিভিউ টি দেখতে পারেন ]
Water tiger fish
এই মাছের নাম টাইগার ফিশ কেন হল? তাই ভাবছেন? এর কারন হলো, এই মাছের আচরন ও দেহ অনেক টা বাঘের মতই।
তাই সব কিছু মিলেয়েই এর নাম দেওয়া হয়েছে, টাইগার ফিশ।এর রয়েছে, মানুষের মত, ৩২ টি দাত, যা দিয়ে তার শিকার কে নিমিষেই দ্বিখণ্ডিত করে ফেলতে পারে।
এদের আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকায় এদের বেশি দেখা যায়। এরা লম্বায় ৫ ফুট এবং এদের ওজন ৫০ কেজি অব্দি হয়ে থাকে।
আজকের আলোচনার বিযয়: পৃথিবীর ভয়ংকর মাছ এর তালিকা
Great white shark

হিংস্র, ভয়ংকর , বিষাক্ত সবকিছুই এই নামের সাথে মানান সই। এরা প্রাকৃতিক ভাবেই চমৎকার বুদ্ধিমান এবং হিংস্র প্রাণী।
এরা লম্বায় ২০ ফুট এবং ওজনের দিক দিয় ২৫০০ কেজি অব্দি হয়ে থাকে। সম্প্রতি আই সি এন এর জরিপে দেখা গিয়েছে, মানুষের উপর আক্রমণে এদের স্থান প্রথমে।
সমুদ্রে এরা দুর্দান্ত ভাবে শিকার কে আক্রমণ করে, কোন কিছু বুঝার আগেই । তাই সমুদ্রের সাথে সম্পৃক্ত স্থলচর – জলচর সব প্রাণীর কাছেই হাঙ্গর এক ত্রাসের নাম ।
আজকের আলোচনার বিযয়: পৃথিবীর ভয়ংকর মাছ এর তালিকা
The flaying fish

এই মাছটি কোন কিছু হিংস্র ভাবে শিকার না করতে পারলেও, পাখিদের মতো আকাশে উড়তে পারে। উরুক্কু মাছ , এরা এদের পাখনা প্রসারিত করে, ডানার মত গঠন তৈরি করে এবং ৩০ সেকেন্ড অবদি বাতাসে ভেসে বেড়াতে পারে।
এই কারনে, এই মাছ আচমকা সমুদ্রগামী জাহাজের ডেকের উপরে আচড়ে পড়ে। তাই আপনি যদি কখনও সমুদ্রে দেখেন, কিছু মাছ খনিক সময়ের জন্য আকাশে উড়ে ভেড়াচ্ছে ,তাহলে এদের পাখি ভেবে ভুল করবেন না।
আজকের আলোচনার বিযয়: পৃথিবীর ভয়ংকর মাছ এর তালিকা
এছাড়াও আপনারা যদি রহস্যময় আমাজন বন সম্পর্কে জানতে চান, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন।
